ঊষার আলো ডেস্ক : ১৩শ’ শতকের পুরোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী ৬০০ কেজি ওজনের শিবলিঙ্গ নওগাঁর ধামইরহাট থেকে উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খনন করা পুকুর থেকে র্যাবের জয়পুরহাট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম ফজলুল হকের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক মূল্যবান এ শিবলিঙ্গটি উদ্ধার করে র্যাব-৫। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। প্রাথমিকভাবে নিদর্শনটি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হতে পারে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
(ঊষার আলো-এমএনএস)