UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জনপদ

ঊষার আলো
জানুয়ারি ১০, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরাঞ্চল দিনাজপুরের হিলির জনপদ।  কুশায়ায় ঢেকে গেছে স্বচ্ছ পরিষ্কার নীল আকাশ। স্বাভাবিক আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকছে।

সূর্যের তেজও কমেছে। এতে করে উত্তর, উত্তর-পশ্চিম দিকের হিমেল কনকনে হাওয়া কাঁপন অনুভূত হচ্ছে।সোমবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান,  জেলায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার; তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৬-৮ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।