UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় নারীসহ দু’জন নিহত

ঊষার আলো
জানুয়ারি ১০, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: গাজীপুরের টঙ্গীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি রেল পুলিশ।রবিবার রাত সাড়ে ১০টায় টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি ও রাত ১২টার দিকে মধুমিতা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে।

টঙ্গী রেল পুলিশের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ খান বলেন, রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি এলাকা পাড় হচ্ছিল। ওই সময় ট্রেনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, ওই নারী রেল সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। অপরদিকে, রাত ১২টার দিকে মধুমিতা গেইট এলাকায় অপর একটি ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পুরুষ নিহত হয়েছেন। ওই এলাকাটি রেল পুলিশ বিমানবন্দর-এর আওতাধীন। তাদের খবর দেওয়া হয়েছে।তিনি আরও জানান, নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।