UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা

usharalodesk
এপ্রিল ৬, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কমিটির সভাপতি ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি (অপারেশন) দেবাশীষ দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। সভায় ক্যাম্প পুলিশ ও ট্যাগ অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাসহ গোটা উপজেলার লকডাউন কার্যকর করা, সব ধরণের সভা, মতবিনিময়, সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান করা থেকে বিরত থাকা, সন্ধ্যা ৬টার পর জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ, ৮ তারিখ থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু করা ও একই সাথে প্রথম ডোজ প্রদান চলমান রাখা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

(ঊষার আলো-এমএনএস)