UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ১০ মন জাটকা ইলিশ জব্দ

ঊষার আলো
জানুয়ারি ১২, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মন জাটকা ইলিশ ও ৩ মন চাপিলা মাছ জব্দ করেছে কুয়াকটা নৌ-পুলিশ।

বুধবার সকাল দশটায় ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। তবে এসময় কোনও জেলেকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে কাউচার সংলগ্ন সমুদ্র থেকে জাটকা শিকার করে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে চাপলী বাজারে অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেল থেকে এসব মাছ জব্দ করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আখতার মোর্শেদ জনান, তাদের অভিযান অব্যাহত রয়েছে।