UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাওয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ঊষার আলো
জানুয়ারি ১৩, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: মুন্সিগঞ্জের মাওয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. শরিফুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রায়হান (২২) গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর ৪টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু শিহাব  বলেন, রাতে আমরা কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে যাই। ফেরার পথে মাওয়া গোল চত্বরে আসলে শরিফুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। ওই মোটরসাইকেলে থাকা শরিফুল ও রায়হান গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে শরিফুলকে মৃত ঘোষণা করেন ডাক্তার। হাসপাতালে রায়হানের চিকিৎসা চলছে।

আহত রায়হান গুলশান এলাকায় থাকেন। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া  বলেন, মাওয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়ে দুই জন এখানে এসেছিল। তাদের মধ্যে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রায়হানের চিকিৎসা চলছে। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।