UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় চলছে রেকর্ড ভাঙ্গার পালা

usharalodesk
এপ্রিল ৬, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারী করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা ছাড়িয়েছে পূর্বের সব রেকর্ড। চলছে রেকর্ড ভাঙ্গার পালা। প্রতিদিনই পূর্বের রেকর্ড ভাঙছে। করেনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৬ জন। আর এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২১৩ জন। এক দিনে মৃত্যু ও শনাক্তের উভয় হিসেবে এটি নতুন রেকর্ড।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩৮৪ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন।
করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ্য হয়েছেন আরো ২ হাজার ৯৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।
এর আগে সোমবার (৫ এপ্রিল) দেশে ৭ হাজার ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৫২ জন।

(ঊষার আলো-এমএনএস)