মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা : মোংলায় কর্মরত এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আলী আজিম (২৮) নামে ওই সাংবাদিকের হাত ভেঙ্গে গেছে। সোমবার (৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। আলী আজিম ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক গনকন্ঠেরথ মোংলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে এ ঘটনায় একজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে মোংলা থানার এএসআই মোঃ নাসির বলেন, আলী আজিম নামে ওই সাংবাদিক গতকাল রাত সাড়ে ৯টার সময় পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় মিলন নামে এক ব্যক্তি তাকে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। থানায় দায়ের হওয়া অভিযোগে এসব তথ্য উল্লেখ করা হয় বলেও জানান তিনি।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তদন্ত করে এর কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিক আলী আজিমের ওপর হামলাকারী মোঃ মিলন পৌরসভার ২নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের মোঃ হারুনের ছেলে বলে জানা গেছে।
(ঊষার আলো-এমএনএস)