ঊষার আলো রিপোর্ট: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর ৫ তলা ভবনের ৪ তলায় ডায়া মেশিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বৈদ্যুতিক শর্টসাকিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর ৪ তলার ডায়া মেশিনের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এরপর বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার মার্ভিসের ২টি ইউনিট ওই ভবনের ৪ তলার ভ্যান্টিলেশন কেটে পানি ও ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ডিজিএম অমিয় মন্ডল জানান, আগুনে কিছু পাউডার দুধ পুড়ে গেলেও মেশিনের তেমন কোনো ক্ষতি হয়নি। এটি সামান্য ওয়াস করলেই আবারও চালু করা সম্ভব হবে।