UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংসদে সরকারি ঋণ বিলের রিপোর্ট উপস্থাপন

usharalodesk
জানুয়ারি ১৭, ২০২২ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:    জাতীয় সংসদে আজ সোমবার সরকারি ঋণ বিল-২০২১ এর উপর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র রিপোর্ট উপস্থাপন করা হয়েছে।কমিটির সভাপতির পক্ষে এর সদস্য কাজী নাবিল আহমেদ রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।পাবলিক এ্যাক্ট ১৯৪৪ রহিত করে সংশোনসহ পুনঃপ্রণয়নের জন্য গত ১৬ নভেম্বর অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে বিলটি উত্থাপন করেন।

বিলে সরকারি ঋণ সংগ্রহ, রাষ্ট্রীয় গ্যারান্টি ও কাউন্টার গ্যারান্টি, সরকারি ঋণ অফিস, সরকারি ডিপোজিটরি স্থাপন, সরকারি সিকিউরিটি হস্তান্তর, এই সিকিউরিটি হস্তান্তরে দায়বদ্ধতা, ট্রাস্টের নোটিশ, ইস্যূ করা সার্টিফিকেটের অর্থ প্রদান, সরকারি সিকিউরিটির রূপান্তর, পুর্নগঠন, বিভাজন ও পুনঃইস্যূ, বিধি, আদেশ, নির্দেশনা, গাইডলাইন ও পরিপত্র জারির ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।