ঊষার আলো রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটে জয়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার জয়ের মূল নিয়ামক জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। নারায়ণগঞ্জবাসী আমাকে বিমুখ করেননি। আমার প্রতি তারা পূর্ণ আস্থা রেখেছেন। আমি তাদের সেই আস্থার প্রতিদান দিতে চাই। দায়িত্ব পাওয়ার পর সিটি এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন শীতলক্ষ্যা নদীতে কদমরসুল সেতু নির্মাণসহ পাঁচটি উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে আপাতত কাজ শুরু করব।
মঙ্গলবার টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিক নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে তিনবারের জয়ী মেয়র এসব কথা বলেন। রোববার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে সরকারদলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে ৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পান তিনি।
তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট। নির্বাচনে জয়লাভের পরদিন সোমবার মিষ্টি-দই নিয়ে হাজির হন তৈমুর আলম খন্দকারের বাসায়। শুরুতে নারায়ণগঞ্জবাসীর জন্য কি করবেন-এমন প্রশ্নের উত্তরে আইভী বলেন, পাঁচটি কাজে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা করেছি। দায়িত্ব পাওয়ার পরপরই এসব কাজ শুরু করব। এ কাজের মধ্যে রয়েছে-প্রথমেই থাকবে কদমরসুল সেতু নির্মাণ কাজ। ইতোমধ্যে এ সেতু নির্মাণের প্রকল্প পাশ হয়েছে। নকশা প্রণয়ন হয়েছে। আমি দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেব। দ্বিতীয়ত, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে জোর দেব। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। বিদ্যুৎ প্ল্যান্টটি চালু করা গেলে সেখানে প্রচুর বর্জ্যরে প্রয়োজন হবে। নগরীর বর্জ্য সেখানে পাঠানো হবে।
তৃতীয়ত, নগর ভবন নির্মাণে অসমাপ্ত কাজ শেষ করব। চতুর্থত, নগরীর বড় বড় খালগুলো খনন করে সেগুলোর সৌন্দর্যবর্ধন করা হবে। এ কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা দূর হবে। মানুষের বিনোদনের জায়গাও হবে। পঞ্চমত, শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করব এবং দুই পাড় বাঁধাই করব। আপনি জানেন, ওয়াসার পানি ব্যবস্থাপনা এখন সিটি করপোরেশন করছে। শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করতে পারলে সেখান থেকেই ট্রিটমেন্টের মাধ্যমে ওয়াসাকে পানি সরবরাহ করা হবে। একইসঙ্গে নগরীর যেসব এলাকায় পানি সরবরাহ নেই, সেসব এলাকায় পানি পৌঁছে দেব।
রক্তক্ষরণ হচ্ছে বলে জেলার প্রভাবশালী নেতা শামীম ওসমানের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।বিশাল জয়ের মূল নিয়ামক কী জানতে চাইলে আইভী বলেন, আমার জয়ের মূল নিয়ামক জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। আমি আগ থেকেই জানতাম নারায়ণগঞ্জবাসী আমাকে বিমুখ করবেন না। আমি নিজে কোনো অন্যায় করিনি। অন্যায়ের সঙ্গে আপস করিনি। অন্যায়ের প্রতিবাদ করে এসেছি, জনগণের পাশে থেকেছি। এ কারণেই আমার বিশ্বাস ছিল জনগণও আমার পাশে আছে। তিনি বলেন, এ জয়ের জন্য দলীয় নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেতাদের প্রতি কৃতজ্ঞ। নারায়ণগঞ্জবাসী ও আমার সব কর্মী-সমর্থক যারা জীবনের ঝুঁকি নিয়ে আমার জন্য কাজ করেছেন তাদের সবার প্রতিও কৃতজ্ঞ।
এক প্রশ্নের উত্তরে নাসিকের নবনির্বাচিত মেয়র আইভী বলেন, সামনের দিনগুলোতে সবাইকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করব। ইতোমধ্যে নির্বাচনে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কাকার সঙ্গে দেখা করেছি। উন্নয়ন কাজে তার সহযোগিতা চেয়েছি। আমি নারায়ণগঞ্জবাসীরও সহযোগিতা চেয়ে আসছি। তাদের নিয়েই সামনের দিনে কাজ করে যাব। আমার শেষদিন পর্যন্ত তাদের জন্য উৎসর্গ করতে চাই। সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে কাজ করে যেতে চাই।