ঊষার আলো রিপোর্ট : মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ বিষয়টি জানিয়েছেন।
এর আগে বুধবার প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা রাজধানীর একটি হাসপাতালে টিকা নিয়েছেন ।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানান, মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে ৩ মার্চ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ২১ হাজার ২৬৯ জন এবং নারী ১২ লাখ ৩৮ হাজার ৮৯০ জন।
(ঊষার আলো-আরএম)