UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘আমাদের দেশে আম্পায়ারের সিদ্ধান্ত না মানার একটি প্রবণতা আছে’

ঊষার আলো
জানুয়ারি ১৯, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরে থাকছে না ডিআরএস। যেটি একই সময়ে বিশ্বের নানা প্রান্তের টুর্নামেন্টে ঠিকই আছে। এমনকি শ্রীলঙ্কায় স্বাগতিকদের সঙ্গে জিম্বাবুয়ের ‘লো প্রফাইল’ সিরিজেও আছে। ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তো বটেই, ডিআরএস সুবিধা থাকছে মেয়েদের অ্যাশেজেও। সবখানে থাকলেও নেই শুধু বিপিএলেই।

ডিআরএস না থাকায় আগাম চ্যালেঞ্জই অনুভব করতে শুরু করে দিয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। তিনি বলেন, ‘সব ব্যাটার যেমন প্রতিদিন রান করে না, তেমনি সব আম্পায়ারও সব সময় সঠিক সিদ্ধান্ত দেন না। মানবীয় কিছু ভুল হয়েই যায়। তা এড়ানোর জন্য এবার ডিআরএসও নেই। অবশ্যই খুব চ্যালেঞ্জিং হবে এবার।’

একই মত শহীদের মতোই দেশের আরেক অন্যতম সেরা আম্পায়ার মাসুদুর রহমানেরও। ডিআরএস না থাকাটা আম্পায়ারদের মনঃকষ্টের কারণ হবে বলেও মনে করছেন তিনি। মাসুদুর রহমান বলেন, ‘অনেক সময় আম্পায়ারদের মানবীয় ভুলের ভুক্তভোগী হতে হয় কোনো কোনো দলকে। ডিআরএসের মাধ্যমে সেসব ভুল সংশোধিত হলে আমাদের ভালোও লাগে। এবার এই সুবিধা না থাকায় আমি নিশ্চিত পরে নিজেদের ভুলের জন্য অনুশোচনাই হবে, কষ্ট পাব।’

ওদিকে শহীদ চিন্তিত আম্পায়ারদের ভুল নিয়ে বাংলাদেশে প্রচলিত মনোভাব নিয়ে। তিনি বলেন, ‘আমাদের দেশে আম্পায়ারের সিদ্ধান্ত না মানার একটি প্রবণতা আছে। আমি নিশ্চিত যে বিসিবি এ বিষয়েও উদ্যোগী হবে। তবু ডিআরএস থাকলে এ কথাই আমি তুলতাম না।’

মাসুদুর আরো বলেন, ‘ডিআরএসের সঙ্গে যখন এর টেকনিশিয়ানও থাকেন, তখন ওভারস্টেপিংয়ের জন্য নো বল হলে তিনি তৃতীয় আম্পায়ারকে জানান। সে ক্ষেত্রে মাঠের আম্পায়াররা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাড়তি মনোযোগ দিতে পারেন। এবারের বিপিএলে এখন বোলারদের পায়ের দিকেও নজর দিতে হবে আমাদের।’