UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘কিছু লোক বাংলাদেশ সম্পর্কে বদনাম করতেই বেশি পছন্দ করে’

ঊষার আলো
জানুয়ারি ১৯, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: বাংলাদেশের অগ্রযাত্রা যারা মেনে নিতে পারছে না, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা সময় বাংলাদেশ সম্পর্কে বিদেশে অনেক নেতিবাচক কথা ছিল। তবে এখনও কিছু কিছু লোক আছে, বাংলাদেশ সম্পর্কে বদনাম করতেই বেশি পছন্দ করে।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্সের ২০২১-২০২২ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ উন্নয়নের ‘রোল মডেল হিসেবে’ বিশ্বে যে মর্যাদা পেয়েছে, তা ধরে রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের ফলে এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা ও দেশের অভ্যন্তরে সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে আমরা যে দক্ষতা দেখিয়েছি, তার ফলে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে।তিনি যোগ করেন, ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বদরবারে মর্যাদা পেয়েছে। এ মর্যাদা ধরে রাখতে হবে।’

এসএ/ঊআলো