UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ফের তিন লাখের উপরে করোনা সংক্রমণ

usharalodesk
জানুয়ারি ২৩, ২০২২ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ভারতের দৈনিক করোনা সংক্রমণের হার বেড়েছে। বেড়েছে মৃত্যুও। আজ রবিবার সকালে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবার ছিল তিন লাখ ৩৭ হাজার ৭০৪ জন।

শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক সংক্রমণের হার। শনিবার যা ছিল ১৭.২২ শতাংশ, রবিবার তা খানিক বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৯১ লাখে। করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। গতকাল শনিবার তা ছিল ৪৮৮ জন।দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ৭১ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মোট ১৬১ কোটি ৯২ লাখ টিকা দেওয়া হয়েছে।