UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার দু’কারবারী আটক

koushikkln
জানুয়ারি ২৪, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ কোষ্টগার্ড বাগেরহাটের মোংলাস্থ পশ্চিমজোনের সদস্যরা গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমান ভারতীয় অবৈধ ওষুধ উদ্ধার করেছে। এ সময় দুইজন চোরাকারবারিকে আটক করেছে।

আটককৃতরা হলো সাতক্ষিরা শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের দাউদ সেখের ছেলে সাকিব (১৫) ও একই এলাকার নুর মোহাম্মাদ গাজীর ছেলে মোঃ আজমীর হোসেন(২৮)। কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ বিএন এম মামুনুর রহমান সোমবার বিকেলে এক মেইল বার্তায় জানা কোস্ট গার্ডের বিসিজি কৈখালী ষ্টেশনের টহল দল রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে শ্যামনগরের জয়খালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের নিকট থেকে ৭ হাজার ৯৫৯ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।