UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় নারী জেলের জালে ধরা অজগর সাপ

koushikkln
এপ্রিল ৭, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : মোংলায় এক নারী জেলের জালে ধরা পড়েছে  একটি অজগর সাপ। এটি পরবর্তীতে  সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।
 বুধবার (০৭ এপ্রিল) সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়ন সংলগ্ন পশুর নদীতে মাছ ধরার সময়  রেশমা বেগম নামে এক নারী জেলের জালে আটকে পড়ে অজগরটি। পরবর্তীতে খবর পেয়ে বন বিভগের কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত  কর্মকর্তা  আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন,  সকালে নদীতে মাছ ধরার সময় হঠাৎ জালে আটকা পড়ে অজগরটি। এরপর নারী জেলে রেশমা বেগম বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা সাপ ধরা পড়ার বিষয়টি বন বিভাগকে অবহিত করলে কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
স্হানীয়রা বলেন স্রোতের টানেই মূলত  সুন্দরবন থেকে ভেসে এসেছে অজগর সাপটা। আজগর সাপটা প্রায় ৮ ফুটের মতো লম্বা। এটি একটি অজগর সাপের ছোট বাচ্চা বলে ও জানান স্হানীয়রা