বাগেরহাট প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) খুলনার একটি আভিযানিক দল বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর আমীন সেখ (১৮) নামের কথিত প্রেমিক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে। এ সময় অপহ্নত ভিকটিম কেও উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া নুর আমিন জেলার ফকিরহাট উপজেলার ভট্রখামার এলাকার ওফাজ উদ্দিনের ছেলে। আর ভিকটিমের বাড়ী খুলনার বটিয়াঘাটা এলাকায়। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে রবিবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, নুর আমীন প্রেমের ফাদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে বটিয়াঘাটা এলাকা থেকে গত শুক্রবার ১৭ বছর বয়সী মেয়েটিকে তুলে নিয়ে আসে। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে পরেরদিন শনিবার বটিয়াঘাটা থানায় নুর আমীন কে আসামি করে নারী ওশিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলার সুত্র ধরে র্যাবে গোয়েন্দা ইউনিট দ্রুত মাঠে নামে এবং শনিবার বিকেলেই নিশ্চিত হয় ভিকটিমসহ মেয়েটি ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় অবস্থান করছে। পরে র্যাবের চৌকস আভিযানিক দল শনিবার রাতে মামলার আসামী ও ভিকটিমকে আটক করে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিম কে রাতেই খুলনার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।