UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ঔষধসহ গ্রেপ্তার ২

usharalodesk
এপ্রিল ৮, ২০২১ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বগুড়া জেলার শেরপুর উপজেলার হাসপাতাল রোড এলাকার একটি ফার্মেসী থেকে নিষিদ্ধ সেনট্রাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানী।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফার্মেসী মালিক জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের নলবাড়িয়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল করিম সরকার (৩০) ও ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার বিলধলি গ্রামের আফজাল শেখের ছেলে মো. রফিক মিয়া (৩২)।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরের দিকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১২। বগুড়ার র‌্যাবের ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুশি সুপার স্বজল কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি আরও জানান, অভিযানকালে ১ হাজার ২৬ পিস নিষিদ্ধ সেনট্রাডল ট্যাবলেট, নগদ ২ হাজার ৫শ টাকা, ২টি মোবাইল ফোন ও ৪টি সীম কার্ড জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

(ঊষার আলো-এমএনএস)