UsharAlo logo
সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাতের নিস্তব্ধতা ভেঙে হাসপাতালমুখী একের পর এক অ্যাম্বুলেন্স

usharalodesk
এপ্রিল ৯, ২০২১ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : এই সময়ে করোনার রাতের চিত্র আরও ভয়াবহ। একটি আইসিইউর জন্য চলছে হাহাকার। অ্যাম্বুলেন্সে একের পর এক হাসপাতাল ঘুরেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে রুগীদের। আবার কেউ কেউ অ্যাম্বুলেন্সে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেকেই। স্বাস্থ্যসেবার এমন হাল এর আগে কখনো দেখেননি নগরবাসী।
রাতের নিস্তব্ধতা ভেঙে হাসপাতালমুখী একের পর এক অ্যাম্বুলেন্স। নানা ভয় আর শঙ্কা নিয়ে হাসপাতালে পৌঁছালেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ছুটতে হচ্ছে আরেক গন্তব্যে।
ভুক্তভোগীরা বলেছেন, ১৫টার মতো হাসপাতালে ফোন করেছি। বড় সব প্রাইভেট হাসপাতালেও কল দিয়েছি। আইসিইউ কোথাও নেই। বেডও পাওয়া যাচ্ছে না।
বিকেল থেকে সন্ধ্যা, কিংবা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্বজনের চিকিৎসায় দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু আইসিইউ তো দূরের কথা, মিলছে না সাধারণ শয্যাও। নগরী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে আসছে কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে। সিট না পেয়ে ভেঙে পড়ছে হতাশায়।
তারা বলেছেন, সাভার থেকে ঢাকায় পাঠিয়েছে। এখানে সিট নেই। এখন আবার সাভার চলে যাচ্ছি। শুধু গাড়ি ভাড়াই দিয়ে যাচ্ছি।
সময়ের কাছে হার মেনে, সব চেষ্টা বৃথা করে দিয়ে কেউ আবার অ্যাম্বুলেন্সেই ঢলে পড়ছে মৃত্যুর কোলে।
এই মহামারি করোনায় প্রতিদিনই হু-হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ।

(ঊষার আলো- এম.এইচ)