UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি!

ঊষার আলো
এপ্রিল ৯, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনার লকডাউনের কারণে জনমানবহীন কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে ভেসে এসেছে বড় একটি মৃত তিমি, তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
আজ ০৯ এপ্রিল শুক্রবার দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন সাগরের পানিতে ভাসমান অবস্থায় প্রথমে তিমিটিকে দেখতে পান বলে জানিয়েছে। পরে কাছে গিয়ে এটিকে মৃত পাওয়া যায়।
তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে লকডাউনের কারণে জনমানব শূন্য সৈকতের কাছাকাছি আসলে তিমিটিকে সাগর দস্যুরা হত্যা করে থাকতে পারেন। অথবা গভীর সাগরের কোথাও এটিকে শিকারীরা হত্যা করেছে। পরে ভাসতে ভাসতে সৈকতে এসেছে।
মৃত তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে তিমিটির মৃত্যু আরো কয়েকদিন আগে হয়েছে বলে মনে করা হচ্ছে।
গতবছর লকডাউনের সময়েও সৈকতে ডলফিন ভেসে এসেছিল এবং দস্যুরা ওগুলো হত্যা করেছিল।

(ঊষার আলো- এম.এইচ)