ঊষার আলো ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় আপাতত আন্দোলন প্রত্যাহার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে রবিবার (১৩ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ক্লাস-পরীক্ষা শুরু করার আহ্ববান জানিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা সংবাদকর্মীদের জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী মহাইমিনুল বাশার রাজ বলেন, ‘শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাঁদের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং আমাদের দাবি পূরণের অপেক্ষায় থাকলাম।
মহাইমিনুল বাশার রাজ বলেন, ‘শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে আমাদের ছয়টি দাবি এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। আমাদের প্রথম দাবি ছিল ভিসির পদত্যাগ। মন্ত্রী এ বিষয়ে বলেছেন, ভিসির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের কাছে উপস্থাপন করা হবে। আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।