ঊষার আলো ডেস্ক : কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলেছে, অন্তত ১৪ দিন ‘পূর্ণ লকডাউন’ ছাড়া করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
শুক্রবার (৯ এপ্রিল) পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (৭ এপ্রিল) রাতে কমিটির ৩০তম সভায় সারাদেশে দুই সপ্তাহ ‘পূর্ণ লকডাউন’ দেয়ার সুপারিশ করা হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ করে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে ‘পূর্ণ লকডাউন’ দেয়ার সুপারিশ করেছে কমিটি। সংক্রমণের হার বিবেচনা করে লকডাউনের ১৪ দিন শেষ হওয়ার আগে আবার নতুন সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে।
সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ায় জনস্বাস্থ্য সম্পর্কিত যে ১৮টি নির্দেশনা জারি হয়েছিল, সেগুলো সঠিকভাবে মানা হচ্ছে না কমিটি মনে করে।
‘বিধিনিষেধ আরও শক্তভাবে অনুসরণ করা দরকার’ বলে মন্তব্য করেছে পরামর্শক কমিটি।
(ঊষার আলো-এমএনএস)