UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবার বৈঠকে বসবে সার্চ কমিটি : অনুসন্ধান অব্যাহত

koushikkln
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার বাছাইয়ে আবারও বৈঠক করবে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি।

কমিটির বৈঠকের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফিন জানিয়েছেন, ‘আজকে অনুসন্ধান কমিটি বসেছিলেন। তাদের অনুসন্ধান অব্যাহত আছে এবং আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আবার বসবেন। আর কোনও বিষয় আমি বলতে পারবো না।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস অডিটোরিয়ামে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
প্রস্তাবিত নামের মধ্যে যারা নাম প্রত্যাহারের আবেদন করেছেন, সে বিষয়ে সভায় কোনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর বিধান মতে, গত ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে অনুসন্ধান বা সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছেন।