UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজে এসে জনতার হাতে যুবক ধরা

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জামালপুরের সরিষা বাড়ীতে প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজ করতে আসলে জনতা ধরে পুলিশে দিয়েছে সালমান শাহ্ (১৯) নামে ১ যুবককে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড় গ্রামের আইনাল হকের ছেলে সালমান শাহ্। পার্শ্ববর্তী পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামের ১০ম শ্রেণির ১ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
শুক্রবার ওই ছাত্রীর মা ও নানি বাড়িতে না থাকায় দেখা করতে চায় সালমান। মানা করলেও জোর করে ঘরে ঢুকে সালমান। এ সময়ে বাড়ির আশেপাশের লোকজন টের পেয়ে অনৈতিক কাজ করতে আসা যুবককে ধরে বেঁধে রাখেন। পরে থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এস আই গোলাম মোস্তফা বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলে ও মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো- এম.এইচ)