UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের শরণখোলায় গাঁজাসহ আটক ১

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ৩০০ গ্রাম গাঁজাসহ চিহ্নীত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল তালুকদার (২৪) কে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। সে উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের মোঃ ইব্রাহিম তালুকদারের ছেলে। শুক্রবার (৯ এপ্রিল ) রাত সোয়া ৮টায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে এস.আই হাবিবুর রহমান খাঁন,এস.আই মিজানুর রহমান শেখ,এ.এস.আই রাজন,এ.এস.আই জসিম,কনেস্টবল আল-আমিন,কনেস্টবল সুজনসহ শরণখোলা থানা পুলিশের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নীত মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করতে সক্ষম হয়।এ সময় গাঁজা বিক্রির জন্য রুবেল একটি শপিং ব্যাগের মদ্ধে ২৩টি পলিথিনে গাঁজা নিয়ে তার বাড়ির রাস্তার পাশে গাঁজা ব্যবসায়ী এবং সেবনকারীদের জন্য অপেক্ষা করতে থাকে।এমন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল দৌড়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশ সদস্যরাও তার পিছু নেয়, একপর্যায় তাকে তার বাড়ির উঠানে জাপটে ধরে আটক করতে সক্ষম হয়।এ ব্যাপারে ওসি মোঃ সাইদুর রহমান গনমাধ্যমকে জানান মাদক কারবারী হিসাবে রুবেলের এলাকায় ব্যাপক জনশ্রুতি আছে।তাই গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজার ছোট ছোট ২৩ টি পলিথিনের টোপলাসহ তাকে আটক করা হয়,এবং শরণখোলা থেকে মাদক,সন্ত্রাস,মৌলবাদ সহ সকল প্রকার অপরাধ দমনে থানা পুলিশ সর্বদা প্রস্তুত। শরণখোলা থানার এসআই হাবিবুর রহমান খাঁন বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করেন, মামলা নং-০৭ শরণখোলা থানা এবং পরবর্তীতে এলাকার চিহ্নীত মাদক কারবারী রুবেলকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়।

(ঊষার আলো-এমএনএস)