UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক স্তরে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম ২ মার্চ শুরু

koushikkln
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পবিত্র রমজান মাসের ২০ তারিখ পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষা কার্যক্রম চলমান রাখার লক্ষ রেখে বুধবার (২ মার্চ) ক্লাস শুরু হচ্ছে। প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এদিন থেকে পুরোপুরি সব শ্রেণির ক্লাস চলবে স্বাভাবিকভাবে। অবশ্য প্রাক-প্রাথমিক চালু করা হবে আরও দুই সপ্তাহ পর।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়।
জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমে জানান, প্র্রাথমিকের সব শ্রেণির সব ক্লাস চলবে রমজান মাসের ২০ দিন পর্যন্ত। ২১ রমজান থেকে ঈদ পর্যন্ত ছুটি থাকবে। এরপর আবার ক্লাস শুরু হবে যথানিয়মে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২ মার্চ থেকে স্বাভাবিক সময়ের মতো প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব ক্লাস নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের মাস্ক পরানোর বিষয়টি শিক্ষক ও অভিভাবকরা নিশ্চিত করবেন।