UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার কারনে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা-ভাইরাসে’র (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বাংলাদেশ। প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। দেশে লকডাউন চললেও আগামী ১৪ এপ্রিল হতে আরও কঠোরভাবে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এর জন্য পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্মিলিত সিদ্ধান্তে এ সফর স্থগিত করা হয়। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার এ ই এম কাওসার বিষয়টি নিশ্চিত করেন। করোনার প্রকোপ কমে আসলে নতুনভাবে সূচি প্রকাশ করা হবে বলে জানান তিনি।

তিনি জনান, ‘কোভিড পরিস্থিতির কারণে যে বিধিনিষেধ আছে সে বিষয়টি বিবেচনায় এনেই আমরা এই মুহূর্তে সিরিজটি স্থগিত করছি। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আমরা ঈদ উল-ফিতেরের পরেই সুবিধাজনক সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে সিরিজটি আয়োজনের চেষ্টা করব।’

সফর সূচি অনুযায়ী ৩টি ওয়ানডে খেলতে ১১ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল দলটির। কিন্তু ৫ এপ্রিল হতে সরকার নতুন করে লকডাউন দেওয়ায় তা পিছিয়ে দেওয়া হয় ১৭ এপ্রিলে। কাজেই এবার দু’দলের সিরিজটির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে গেলো।

(ঊষার আলো-এফএসপি)