UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাড়ল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদন ফি

usharalodesk
এপ্রিল ১১, ২০২১ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদনের ফি বাড়ানো হয়েছে। চূড়ান্ত আবেদনে ৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের এখন আরও ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা দিতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি দেওয়া যাবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত ভর্তি কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।
যোগ্যতা অনুযায়ী সব শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারলেও একযোগে যতজন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে, মেধার ভিত্তিতে ততজনকে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হবে।
আগামী ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন করতে হবে। চূড়ান্ত আবেদনের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে ২৩ এপ্রিল।
এরপর মনোনীতদের ২৪ এপ্রিল থেকে ২০ মের মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে।

(ঊষার আলো- এম.এইচ)