মোংলা প্রতিনিধি : ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিতায় “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর উদ্যোগে উপজেলা প্রশাসন, মোংলা- এর সহযোগিতায় ০৮ এবং ১০ এপ্রিল, ২০২১ তারিখে দুই দিনব্যাপী ০৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় কোভিড-১৯ সচেতনতামূলক মাইকিং আয়োজন করা হয়। মাইকিং এর মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত হাত ধোওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, টিকা গ্রহণ, আইসোলেশন বিষয়ে ক্যাম্পেইন এবং মাস্ক বিতরন করা হয়। উল্লেখ্য, বাগেরহাট জেলার মোল্লাহাট, কচুয়া, শরণখোলা ও মোংলা উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সহযোগিতা্য় (ক্রেইন) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
ক্রেইন প্রকল্পের জেজেএস’র উপজেলা সমন্বয়কারী তরুন বড়ুয়া বলেন,মাইকিং ছাড়াও করোনাকালীন সময়ে ভ্যাকসিন গ্রহনে উদ্ভুদ্ধ করা সহ ফ্রি রেজিষ্ট্রেশন, টিকাদান কেন্দ্রে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা হয়। এছাড়া ইতিপূর্বে প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সময়ে হাত ধোয়ার সামগ্রী বিতরণ সহ অত্র উপজেলা ৬টি ইউনিয়ন ও ০১টি পৌরসভায় মোট ১৪শ’ পরিবারকে ৪ হাজার ৫শ’ টাকা করে পুষ্টিকর খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
(ঊষার আলো-আরএম)