UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে সাইকেল ও শিক্ষা উপ-বৃত্তি বিতরণ

usharalodesk
এপ্রিল ১১, ২০২১ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

মাগুরা প্রতিনিধি : মাগুরার সদর উপজেলার ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে বসতঘর, শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপ-বৃত্তি বিতরণ করা হয়েছে।
রোববার (১১ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ মিলায়তনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, ভাইস চেয়ারম্যান শেখ রিজাউল ইসলাম, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৪ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলার এ জনগোষ্ঠীর গৃহহীন ১৫টি পরিবারের মধ্যে বসতঘর, মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে ৫০টি গোলাপী রংয়ের বাইসাইকেল ও ১৫১ জন শিক্ষার্থীর হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়েছে।
প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, দেশের সকল জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে শেখ হাসিনার সরকার। দেশে বসবাসরত সব জাতি গোষ্ঠিকে অর্থনৈতিক মূলধারায় না আনতে পারলে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা অসম্ভব। এ ধরণের কর্মসূচী অর্থনৈতিক স্বনির্ভরতা ও নারীর ক্ষমতায়নের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখবে।’

(ঊষার আলো-এমএনএস)