UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১২১

usharalodesk
এপ্রিল ১২, ২০২১ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার প্রতিদিনই বাড়ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছে ১২১ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৬০৬ জন।
নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম ১২ এপ্রিল সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৭৪৮ জনের করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছে ৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ জন। এখন মোট সুস্থের সংখ্যা দাড়াঁল ৯ হাজার ৩৯৭ জন।
গত বছরের ৮ মার্চ নারায়ণগঞ্জের ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ২ মাসের ‘লকডাউনে’ জনজীবন একপ্রকার অচল ছিল। এরপর সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে বিধিনিষেধও ধীরে ধীরে শিথিল হতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জেলায় দৈনিক শনাক্তের হার নেমে এসেছিল মাত্র দশের কোঠায়। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে আবার সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে।

(ঊষার আলো- এম.এইচ)