UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপসায় শোকাহত পরিবারের পাশে জেলা আওয়ামী লীগনেতা জামাল

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগনেতা নিতাইপদ মজুমদার (৮৫) গতকাল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মরহুমের মৃত্যুর খবর শুনে তার নিজস্ব বাসভবনে ছুটে যান জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন। এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, রবিউল ইসলাম বিশ্বাস, মনিশংকর নাগ, জহির রায়হান, রতন বিশ্বাস, খান রমজান হোসেন রিকি, মিরাজুল ইসলাম, আরমান, মোল্যা মারুফ, মিনারুল ইসলাম, অনিক প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)