ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘মদ্যপ’ অবস্থায় রেললাইন পার হওয়ার সময় সোমবার ভোরে ট্রেনের নিচে কাটা পড়ে সোহাগ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহাগ উপজেলার কালিকাপুর গ্রামের মোস্তফা মিয়ার পালক ছেলে। রেলওয়ে পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মোজাম্মেল খান জানান, ভোর পৌনে চারটার দিকে মদ্যপ অবস্থায় রেললাইন পার হওয়ার সময় কন্টেইনার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক। এতে তার হাত, পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ঊষার আলো-এসএ