UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতাচ্যুতের পর প্রথমবার সংসদে ইমরান খান

pial
এপ্রিল ১১, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান প্রথমবারের মতো জাতীয় সংসদে এসেছেন। আর এসময় পিটিআইয়ের নেতা-কর্মীরা তার পক্ষে স্লোগান দেন।

আজ সোমবার (১১ এপ্রিল) সংসদে আসেন তিনি। এ খবর জানায় সংবাদমাধ্যম জিও টিভি।

এর আগে, শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটে হারেন ইমরান খান। তারপরই প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়েন তিনি।

জানা যায়, ইমরানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রোববার (১০ এপ্রিল) রাতে সারা পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়েছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান ইমরান বলেন, আল্লাহই আমাদের সম্মান বাঁচিয়ে রাখেন।

আজ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এ পদের জন্য লড়ছেন বিরোধী দলীয় নেতা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এবং পিটিআই নেতা ও বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি।

প্রধানমন্ত্রী নির্বাচন এবং সংসদ থেকে দলের প্রতিনিধিদের গণপদত্যাগের বিষয়ে কৌশল ঠিক করতে সভা করবেন ইমরান। তিনি আজ সেই সভার জন্যই সংসদে এসেছেন।

(ঊষার আলো-এফএসপি)