UsharAlo logo
সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারে পান করুন মিন্ট-লেমন শরবত

pial
এপ্রিল ১৮, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলছে রমজান মাস, এদিকে দিনের তাপমাত্রও অসহনীয়।

আর সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েন রোজাদাররা। তাই দিনশেষে শরীর ও মনের ক্লান্তি দূর করে সতেজতা পেতে ইফতারে চাই ঠাণ্ডা ও স্থাস্থ্যকর পানীয়।
এ ক্ষেত্রে মিশরীয় মিন্ট- লেমন হতে পারে সেই পানীয়টি।

চলুন জেনে নেই পদ্ধতি:

মিন্ট-লেমন পানীয় তৈরিতে যা লাগবে

পুনিদা পাতা (মিন্ট)- আধা কাপ
লেবু- একটি
লেবুর পাতা- ৩ টি
শশা- একটি
আদা- এক ইঞ্চি
চিনি- আধাকাপ
মধু- দুই টেবিল চামচ, পানি এবং বরফ কুচি।

যেভাবে বানাবেন-
প্রথমে লেবু খোসাসহ কেটে ছোট ছোট টুকরো করে নিন ও আদা, শশা এবং লেবু পাতাও টুকরো করে নিন। এবার সকল উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করুন। শেষে ইফতারের সময় বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

(ঊষার আলো-এফএসপি)