UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে পৌর কর্মচারী নিহত

usharalodesk
এপ্রিল ২৩, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাতক্ষীরায় সিলেট থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) সাকল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহর বাইপস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।স্থানীয়রা ঘাতক পরিবহনটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালকসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহতের নাম মো: ওবায়দুল গাজী (৬০)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গি এলাকার মৃত হায়াত আলী গাজীর ছেলে। ওবায়দুল গাজী মাস্টাররোলে সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ লাইনের পাম্প অপারেটর হিসাবে কাজ করতেন।

নিহতের সহকর্মী আনারুল ইসলাম জানান, পানির লাইনে কাজ করার জন্য সকালে ওবায়দুল গাজী মোটরসাইকেলে পৌরসভার বকচরার শেষ প্রান্তের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড় পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী মামুন পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওবায়দুল গাজী। এ সময় স্থানীয় জনতা মামুন পরিবহনের ওই গাড়িটি আটক করে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক পরিবহনটিকে আটক করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঊষার আলো-এসএ