UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লকডাউনে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হবে: ওবায়দুল কাদের

usharalodesk
এপ্রিল ১৩, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবকাঠামো নির্মাণের কাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও শতভাগ মাস্ক পরিধান করে এ সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, সামনেই বর্ষাকাল, কাজেই বর্ষা শুরু হওয়ার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বর্ষার আগে কাজ করার জন্য এখনই উপযুক্ত সময়। ১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনের কারণে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে। এই সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করে তুলতে হবে।’

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন সেতুমন্ত্রী। নিজের সরকারি বাসভবন থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হন তিনি।

যেসকল প্রকল্প সামনে গ্রহণের পরিকল্পনা রয়েছে, শুকনো মৌসুম এলেই যেন সেসকল নির্মাণ কাজ শুরু করা যায় তার পেপার ওয়ার্ক এখনই শেষ করার নির্দেশনাও দেন তনি। বিগত কয়েক বছরে সড়ক যোগাযোগে এক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে ও হচ্ছে এমনটি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এসকল কাজ আরও এগিয়ে নিতে হবে।’

(ঊষার আলো-এফএসপি)