UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব বার্সেলোনা

ঊষার আলো
এপ্রিল ১৩, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে সারাবিশ্ব। যার প্রভাব পড়ছে ক্রীড়া জগতেও।

কিন্তু মহামারীর দরুণ বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মধ্যেও তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

এক তালিকায় ৪ হাজার ৭৬০ মিলিয়ন ডলার নিয়ে শীর্ষে অবস্থান করছে ক্লাবটি। ৪ হাজার ৭৫০ মিলিয়ন ডলার নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এরপরেই আছে বায়ার্ন মিউনিখ যার আছে ৪ হাজার ২১৫ মিলিয়ন ডলার, ম্যানচেস্টার ইউনাইটেডের আছে ৪ হাজার ২০০ মিলিয়ন ডলার এবং লিভারপুলের ৪ হাজার ১০০ মিলিয়ন ডলার রয়েছে।

এ তালিকায় প্রথমবারের মতো সেরা দশে স্থান করেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।১৩ বছরে ক্লাবটির মূল্য বাড়ে ১২৯ শতাংশ। ২০০৮ সালে পিএসজি’র মূল্য ছিল মাত্র ১.৪ বিলিয়ন ডলার, যেটি ২০২১ সালে বেড়ে হয়েছে ২.৫ বিলিয়ন ডলার।

(ঊষার আলো-এফএসপি)