UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা টাইগারদের

pial
এপ্রিল ২৪, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এ সিরিজে ফিরেছেন সাকিব আল-হাসান।

ইনজুরির ফলে দলে নেই তাসকিন আহমেদ। এছাড়াও দল থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম।
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাঁধে ব্যথা পেয়েছিলেন তাসকিন আহমেদ। তখন বোলিং করে গেলেও পরবর্তীতে মাঠের বাইরে চলে যেতে হয় এ পেসারকে। তার বদলে দলে ডাক পেয়েছেন রেজাউর রহমান। এর আগেও একবার ডাক পেলে মাঠে নামা হয়নি এ পেসারের।

অন্যদিকে ফিটনেস টেস্টের জন্য এখনো আটকে রয়েছে শরিফুল ইসলামের টেস্ট খেলা। সেখানে পাশ করতে পারলে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দেখা যাবে তাকে।

বাংলাদেশের স্কোয়াড: মুমিনুল হোক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রেজা ও শহিদুল ইসলাম।

(ঊষার আলো-এফএসপি)