UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও মেলিন্ডাকেই বেছে নেবেন বিল গেটস

pial
মে ৪, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : হঠাৎ করেই গত বছরে এসে দীর্ঘ ২৭ বছরের সংসারের ইতি টানেন গেটস ও মেলিন্ডা। বিল গেটস জানান, মেলিন্ডার সাথে তাঁর দাম্পত্য জীবন ‘অসাধারণ’ ছিল। বিয়ে করলে এবারও মেলিন্ডাকেই বেছে নেবেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, রোববার (১ এপ্রিল) সানডে টাইমসের এক আলাপচারিতায় এই ব্যপারে জানিয়েছেন বিল গেটস। তার এবং মেলিন্ডার পক্ষ থেকে বিচ্ছেদের ঘোষণা আসে ২০২১ সালের মে মাসে । আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে তারা আলাদা হন।
বিচ্ছেদের পরও দুজন একসাথেই দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ পরিচালনা করছেন। তাদের গড়ে তোলা এ ফাউন্ডেশনটি বিশ্বের বিভিন্ন স্থানে দাতব্য কর্মকাণ্ড পরিচালনা করছে।
সানডে টাইমসকে বিল গেটস আরো বলেন, তাঁর জীবনে গত দুবছর খুব নাটকীয়ভাবে কেটেছে । এই সময় করোনা মহামারি দেখা দেয় ও পাশাপাশি তাদের বিচ্ছেদ হয়। তবে সবচেয়ে বেশি যে ঘটনা নাড়া দিয়েছিল সেটা হলো, তার তিন সন্তানের চলে যাওয়া।

মেলিন্ডাকে আবার বিয়ে করতে চান কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে করলে আবার মেলিন্ডাকেই বেছে নেবেন। কিন্তু বিয়ের কোনো পরিকল্পনা করছেন না আপাতত ।

(ঊষার আলো-এসএইস)