UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কেই প্রাণ গেল অর্ধশতাধিক এবারের ঈদের ছুটিতে

pial
মে ৬, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ঈদের চার দিনের ছুটিতে সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক প্রাণ গেছে। এর মধ্যে পঞ্চগড়ে মোটরবাইক দুর্ঘটনায় তিন ছাত্র এবং রংপুরে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে।

গত বুধবার (৪ মে) রংপুরের পাগলাপীরে মাইক্রোবাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। রংপুর সদর কোতোয়ালি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার আমজাদ হোসেন, নাজমা বেগম ও অটোরিকশা চালক ছেয়াদুল ইসলাম ছোপড়া। বাকি দুজনের পরিচয় জানা যায়নি এখনো। অন্যদিকে, আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিন পঞ্চগড় জেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় মোটরবাইকে তিন বন্ধু বেড়াতে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন জনই নিহত হন। এ ঘটনায় অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা জিয়াবাড়ী খালপাড়া এলাকার পয়গাম ইসলামের ছেলে নতুন ইসলাম, তারেক বিল্লালের ছেলে মাহাবুবার রহমান শিশির এবং আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।

এছাড়াও গতকাল (৫ মে) তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় খোরশেদ আলম নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছে। চান্দিনা, লাকসাম ও চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পেট্রোবাংলার একজন কর্মকর্তাসহ চার জন নিহত হয়েছে। এদের মধ্যে মো. হেলাল উদ্দিন চাঁদপুরের বাসিন্দা। তিনি পেট্রোবাংলার নোয়াখালীর বেগমগঞ্জ কার্যালয়ে কর্মরত ছিলেন।

ঈদের দিন মঙ্গলবার (৩ মে) বিকেলে তাড়াশে, সকালে চৌহালীতে ও সোমবার রাতে (২ মে) কামারখন্দে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এছাড়াও টেকেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানগাড়ির চালক, মোটরবাইক আরোহী এবং এসএসসি পরীক্ষার্থীসহ চার জন নিহত হয়েছে।
ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ মাসের এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক নিহত হন। গুরুতর আহত ১০ জন।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি-হুইলার এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৩মে) রাত ১২টার দিকে ঝালকাঠির দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গত বুধবার (৪ মে) চৌগাছার ইলিশমারী ও ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্ঘটনায় মোটরবাইকে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

গতকাল (৫ মে) দাশুড়িয়া-কুষ্টিয়া হাইওয়েতে ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান বিজয় নামে এক মোটরবাইক চালক ও অজ্ঞাত পরিচয়ের এক ট্রাক হেলপার নিহত হন। একইদিনে ফুলবাড়ীয়া-শিবগঞ্জ সড়কের ছলির বাজারে পিকআপ-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত।

এছাড়াও নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই মোটরবাইক আরোহী, বরিশালের গৌরনদীতে এক কিশোর, বাগেরহাটের শরণখোলায় এক টমটম চালক, মুন্সীগঞ্জের শ্রীনগরে ও নোয়াখালীর সেনবাগে দুজন মোটরবাইক আরোহী, জামালপুরে এক অটোরিকশাচালক, জয়পুরহাটে এক সুপারি ব্যবসায়ী, রাজশাহীর বাঘায় এক শিশুসহ আরো কিছু এলাকায় সড়ক দুর্ঘটনায় অনেকে নিহত হয়েছে।

ঊষার আলো-(এসএইস)