UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মৃত্যুহীন টানা ১৭ দিন

pial
মে ৭, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : শনিবার (৭ মে) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু সংখ্যাও শূণ্য। এখন পর্যন্ত টানা ১৭ দিন করোনায় কারও মৃত্যু হয়নি। এছাড়া আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগীর সংখ্যাও কমেছে। গতদিন শনাক্ত হয়েছিল মোট ১৯ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সাতজন, খুলনা বিভাগে দুজন ও সিলেট বিভাগে একজন শনাক্ত হয়েছে। ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগে কারো করোনা শনাক্ত হয়নি।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন ও মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।

(ঊষার আলো-এসএইস)