UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

ঊষার আলো
মে ৮, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।রোববার (০৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার উদ্দেশে চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন ছেড়ে আসে।

রোববার সকালে ট্রেনটি নরসিংদীর রায়পুরা এলাকার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগির সামনের সারির দুটি চাকা লাইনচ্যুত হয়।নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নই আমরা। তবে স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ওই ট্রেন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

ঊষার আলো-এসএ