UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় কমেনি ভোগান্তি

ঊষার আলো
মে ৮, ২০২২ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়ায়। ঘাট পার হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।রোববার (৮ মে) সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ৫ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ির সারি রয়েছে। এছাড়া, সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার অংশ জুড়ে রয়েছে ট্রাকের সারি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নদী পারাপার করার জন্য ২১টি ছোট বড় ফেরি চলাচল করছে।

গার্মেন্টস কর্মী রাকিব বলেন, ‘গত রাতে এসেছি। এখনও পার হতে পারলাম না। সারা রাত এখানে বসে আছি। খাওয়া নাই। বাথরুম নাই। অসহনীয় দুর্ভোগ।’মোশারফ নামে এক যাত্রী বলেন, ‘বাচ্চা নিয়ে ঢাকা যাচ্ছি। প্রচণ্ড গরম। ফেরি পার হওয়ার জন‌্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।’

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ জানান, ঈদের ছুটি শেষে ঢাকামুখী যনবাহনের চাপ বড়েছে।

ঊষার আলো-এসএ