UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় আবারও ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

pial
মে ৮, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় আবারও ইজিবাইকের চাপায় সাকিব (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ মে) বেলা ১১ টার দিকে উপজেলার খাদা চারঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব ওই গ্রামের খোকন হাওলাদারের ছেলে। সে ২০নং পূর্ব খাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র। নিহতের চাচা নবি হোসেন হাওলাদার জানান, সাকিব ওই সময়ে বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে রাস্তা পার হচ্ছিল। এ সময় উপজেলা সদর রায়েন্দা বাজারগামী বে-পরোয়া গতিতে আসা একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে বাইক ফেলে পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা সাকিব কে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান, ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

(ঊষার আলো-এফএসপি)