UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উড্ডয়নের আগ মুহূর্তে বিমানে আগুন, আহত ৩৬

usharalodesk
মে ১২, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চীনের পশ্চিমাঞ্চলে উড্ডয়নের সময় তিব্বত এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ মারা না গেলেও ৩৬ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ মে) চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একথা জানিয়েছে।

জানা গেছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং বিমানবন্দর থেকে তিব্বতের নাংচি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিকে রানওয়েতে যায় তিব্বত এয়ারলাইন্সের বিমান এসই এ৩১৯ মডেলের প্লেনটিতে। এ সময় বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে পাইলটরা বিমানটির উড্ডয়ন বাতিল করেন।

তিব্বত এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়, বিমানটিতে সে সময় ১১৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। যাত্রীদের সবাই নিরাপদে আছেন। চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, আগুন লাগার পরপরই সব যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। সামান্য আহত হওয়া ৩৬ যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিমানের বাম পাশের অংশে আগুন জ্বলছে এবং আতঙ্কিত যাত্রীরা সেখান থেকে দৌঁড়ে নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করছেন।এর ঠিক দুই মাস আগে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১২৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু নিয়ে ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। ধারণা করা হয়, ওই ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছিলেন।

ঊষার আলো-এসএ