UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‌কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে

pial
মে ১২, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান, বর্তমানে সরকার কৃষকের ঘরে ঘরে সার বীজ পৌঁছে দিচ্ছে। দেশে এখন পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রেখে চাষাবাদ করা হচ্ছে যাতে কোনো মানুষ খাদ্যের জন্য কষ্ট না পায়। কৃষক বাঁচলেই বাঁচবে বাংলাদেশ। তাই কৃষকদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ মে) দিনাজপুর সদর উপজেলা পরিষদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ৬জন কৃষককে কৃষি যন্ত্র বিতরণের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার কৃষকদের মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছে। কৃষকরা এখন এ ব্যাংক সেবা গ্রহণ করছেন এবং কৃষিকাজের জন্য সুদমুক্ত ও স্বল্প সুদে ঋণ পাচ্ছেন।

(ঊষার আলো-এসএইস)