ঊষার আলো ডেস্ক : চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিন মঙ্গলবার (১৭ মে) মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দেওয়ার ৩৯৭ রানের জবাবে ব্যাট করছে স্বাগতিক দল।
দ্বিতীয় দিন প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে চারশর আগে থামানোর পর তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে বাংলাদেশের শুরুটা হয়েছে বেশ দুর্দান্ত। তৃতীয় দিনে দারুণ এক ফিফটির পর না জয় নিজের ইনিংসটা লম্বা করতে না পারলেও অন্যপ্রান্তে ঠিকই সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই তারকা।
আসিথা ফার্নান্দোকে পুল করে বাউন্ডারির বাইরে পাঠান তামিম। পৌঁছান ৯৫ থেকে ৯৯ রানে। নার্ভাস নাইন্টি নাইনে গিয়ে আর নার্ভাসনেস দেখাননি এ বাঁহাতি ওপেনার। কোনো সময়ও নেননি তিনি। পরের বলেই স্কয়ার লেগে খেলে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন তিন অঙ্কের ফিগার। ১৬২ বলে ১২টি চারের মারে শতরান পূর্ণ করেন এ বাঁহাতি ওপেনার। এটিই তার ক্যারিয়ারের দশম শতক। তার উপরে রয়েছেন একমাত্র মুমিনুল হক, তার সেঞ্চুরি মোট ১১টি।
(ঊষার আলো-এফএসপি)