UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেতু টোলে ট্রাকের চাপায় ইউএনডিপি’র কর্মকর্তা নিহত, সাংবাদিকসহ আহত-৪

pial
মে ২২, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান (বাগেরহাট) : বাগেরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলী শেখ মশিয়ার রহমান (৪০) নামে এক ইউএনডিপি’র কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় সাংবাদিকসহ আরও অন্তত ৪ জন আহত হন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

রবিবার (২২ মে) দুপুরে নিহতের দেহের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৯টায় বাগেরহাট-চিতলমারী সড়কের মুণিগঞ্জ সেতুর টোলের সামনে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটিকে মুণিগঞ্জ টোলে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে গতিরোধ করার চেষ্টা করায় ট্রাক চালক তা অমান্য করে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলসহ আরোহীদের চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায় বলে অভিযোগ করেন আহত সাংবাদিক আজাদুল হক।

এই ঘটনায় জড়িত ট্রাক চালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তবে পুলিশ এখনো ওই ট্রাকটি আটক করতে পারেনি। নিহত মশিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মজিদের ছেলে। তিনি ইউএনডিপি’র বাগেরহাটের একটি প্রকল্পে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয় ছিল তার কর্মস্থল।

সাংবাদিক আজাদুল হক বলেন, রবিবার সকালে ইউএনডিপি’র কর্মকর্তা মশিয়ার রহমান বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হন। বাগেরহাট-চিতলমারী সড়কের মুণিগঞ্জ সেতুর টোলের কাছে পৌছে রাস্তায় বাঁশের ব্যারিকেড দেখে তিনি ওইখানে দাঁড়িয়ে যান। এ সময় আমিও ওইখানে বাঁশের ব্যারিকেডের কারনে মোটরসাইকেল নিয়ে তার পাশে দাঁড়াই। টোলের টাকা আদায়কারীদের কাছে আমরা রাস্তায় ব্যারিকেডের কারন জানতে চাইলে তারা বলে পেছনে একটি দ্রুতগতির ট্রাক আসছে ওই ট্রাকটিকে স্থানীয় চেয়ারম্যান আটকাতে বলেছে তাই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। আপনারা একটু অপেক্ষা করেন। এই কথা বলার কিছুক্ষণ পরেই ওই ট্রাকটি ঘটনাস্থলে পৌছে না দাঁড়িয়ে পরপর দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলকে চাপা দিয়ে বাঁশের ব্যারিকেড ভেঙে দ্রুত গতিতে বাগেরহাট-খুলনা মহাসড়কের দিকে দ্রুত পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে বসে থাকা ইউএনডিপি’র কর্মকর্তা মশিয়ার রাস্তার উপর ছিটকে পড়লে ওই ট্রাকটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আমিসহ পাশের অন্তত ৪/৫ জন রাস্তার পাশে পড়ে গিয়ে আহত হই।

বিষয়টি তাৎক্ষনিকভাবে পুলিশ অবহিত করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমসের আলী বলেন, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ আমার পরিষদের উদ্যোক্তা মাসুদুর রহমান বাগেরহাট-চিতলমারী সড়কের বাংলাবাজার এলাকায় দাঁড়ানো ট্রাক থেকে বস্তায় কি তুলছে তা দেখতে পেয়ে ট্রাকটিকে দাঁড়াতে বলে। ওই ট্রাকটি কোন কথা না শুনেই দ্রুত চালিয়ে বাগেরহাটের দিকে চলে আসে। এ সময় মাসুদের সন্দেহ হলে সে আমাকে ফোনে বিষয়টি জানালে আমি মুণিগঞ্জ ব্রীজের টোলে ফোন করে ওই ট্রাকটিকে আটকাতে বলি। টোলের লোকজন ট্রাকটি আটকাতে গেলে ওই ট্রাক চালক ট্রাক না থামিয়ে মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে গেছে। ওই ট্রাকে নিশ্চয় কোন অবৈধ মালামাল ছিল তা না হলে ট্রাক চালক কেন এভাবে বেপরোয়াগতিতে চালাবে আর মানুষের অকালমৃত্যু হবে। এটা খুবই দু:খজনক ঘটনা। আমি বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করতে পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি।

বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাট-চিতলমারী সড়কের বেপরোয়াগতির একটি ট্রাকের চাপায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ইউএনডিপি প্রকল্পের কর্মকর্তা মশিয়ার রহমান মারা গেছেন। এ সময় সাংবাদিকসহ দুই তিনজন কমবেশী আহত হয়েছেন। আমরা মুণিগঞ্জ টোলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)